সুমন (স্টাফ রিপোর্টার):
গাজীপুরের কাশিমপুর ১নং ওয়ার্ডে সরকারি ১নং খাস খতিয়ান ভূক্ত
জমিতে পাকা ঘর হাফ বিল্ডিং ঘর নির্মাণ ও বিক্রির মহা উৎসব চলছে। ঘটনাস্থলে গিয়ে জানাযায়, কাশিমপুরের মাধবপুর উত্তর পাড়া, বরিশালের টেকে গত কয়েক বছর আগে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা জমি দখলে নিয়ে বিক্রি করে যাহার এস, আর এস,
দাগ নং ৫৮,৫৯,৬০,৬১,৬২,৬৩, দাগে ৩, ২১ শতাংশ জমি
বিক্রি করে, স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি ও কাশিমপুর ভূমি অফিসের অসাধু সহকারী নায়েব আব্দুর রহিম গত ০৪/০২/২৫, তারিখ, দুপুরে খবর পেয়ে
ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে পাকা ঘর নির্মাণকাজ বন্ধ করে দিয়ে চলে যায় যাওয়ার পরে, তারা কিন্তুু অলৌকিক ক্ষমতা বলে
নির্মাণ কাজ চালিয়ে যায়। গোপন সূত্রে জানাযায় বিকালে কাশিমপুর ভূমি অফিসের অসাধু সহকারী নায়েব আব্দুর রহিম উৎকোচ গ্রহন করে নির্মাণ কাজ অনুমতি দেয়।
জমি ক্রেতা,সুমি বেগম ও শাজাহান মিয়া, সূত্রে জানাযায়,
০৪ শতাংশ জমি, লিটন নামের এক ব্যাক্তির কাছথেকে, ৬ লক্ষ টাকায় কিছুদিন আগে ক্রয় করেন। জনৈক লিটন বলেন, আমি গত বছর সানোয়ার মন্ডল এর কাছথেকে, ৫, লক্ষ ২৫ হাজার টাকায় কিনেছিলাম আমার পারিবারিক সমস্যার কারনে বিক্রি করি।
স্থানীয় বসবাস রত ব্যাক্তি সূত্রে জানাযায়, প্রভাবশালী,কাশিমপুর থানা আওয়ামী লীগের সদস্য ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, সানোয়ার মন্ডল,বিএনপির কোন
মিটিং মিছিল, কোন কার্যকলাপে জরিত না থেকেও দাবী করে আমি বিএনপি করি, নির্মাণাধীন অবৈধ পাকা বাড়ির ইট বালি সাপ্লাইয়ার, সোহেল রানা, আওয়ামী লীগ নেতা দেলোয়ার (লালু) তার সহযোগী কিছু অসাধু স্বার্থলোভী একাধিক ব্যাক্তি জরিত রয়েছে
ঘটনাস্থলে গিয়ে প্রমান পাওয়া যায়। স্বৈরাচার হাসিনা সরকার পতন হলেও তার পেতাত্বা আকম মোজাম্মেল হকের আস্থাভাজন,হওয়ার কারনে এখনও বরিশাল টেকে,দাপটের সাথে বিভিন্ন ধ্যান দরবার, জমি বেচা কেনা করে আসছে । বরিশাল টেকের একাধিক লোক বলেন, আমরা ভূমিহীন মানুষ অনেক বছর যাবৎ টিনের বেড়া,ছাপড়া,দিয়ে শান্তিতে বসবাস করে আসছি, এখন যারা নতুন জমি কিনেছে তারা বিল্ডিং ছাদ কলম করে বাড়ি ঘর করে আমাদের
সমস্যায় ফেলছে, তারা ভূমিহীন দাবি করলেও আসলে তারা ভূমিহীন না
ছাদ কলম পাক বাড়ি যারা করে তাদের বিষয়ে আপনাদের মাধ্যমে তদন্ত দাবি জানাই, তাদের নিয়ে আতঙ্কে আছি।
Leave a Reply