শ্রীপুর উপজেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন কেওয়া পূর্ব খন্ডে ছিন্তায় কাজের প্রতিবাদ করায় বৃদ্ধা সহ দুই জনকে আহত করেছে কিশোর গ্যাং। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল চার টার দিকে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুর এক টার দিকে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কিশোর গ্যাং এর ছিন্তায় কাজের প্রতিবাদ করেন মোঃ মাহফুজ। এরই জের ধরে বিকাল চার টার দিকে কেওয়া পূর্ব খন্ড এলাকায় মোঃ মাহফুজের বাড়ির গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে কিশোর গ্যাং এর সদস্যরা। বাড়িতে প্রবেশ করেই মোঃ মাহফুজকে ঘড় থেকে বের করে হকিস্টিক ও রড দিয়ে মারধর করে গুরতর কিশোর গ্যাং এর সদস্যরা। এই সময় বাড়িতে থাকা বৃদ্ধা আমেনা খাতুন(৭০) মোঃ মাহফুজ কে ছেড়ে দেওয়ায় অনুরোধ করলে আমেনা খাতুনকেও মারধর করে গুরতর আহত করা হয়। চিৎকারের শব্দ শুনে আশেপাশের লোকজন আসতে শুরু করলে পালিয়ে যায় কিশুর গ্যাং এর সদস্যরা। এরপর শাহীন নামের একজন ভাড়াটিয়া ভুক্তভোগীদের উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। বর্তমানে ভুক্তভোগীরা শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আহত মাহফুজ বলেন কিশোর গ্যাং এর সদস্যরা হলো সুমন, মনির,আকাশ সহ অজ্ঞাতনামা ১০/১২জন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জয়নাল আবদীন মন্ডল সাহেবের সাথে যোগাযোগ করলে উনি বলেন আপনাদের মাধ্যমে শুনেছি অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আয়নানক ব্যবস্থা নেওয়া হবে কিশোর গ্যাংদের ছাড় দেওয়া হবে না
Leave a Reply