মোঃ শাহিন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
বছরের শেষে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস থাকে টানা শীতের আমেজ।বর্তমানে এই শীতের চানচল্যকর দৃশ্য চোখে পড়ছে বাংলার পল্লী গ্রামগুলোতে । তবে প্রতি বছরই শীত আসে। আবার চলেও যায়। কিন্তু রেখে যায় হাজারো দুঃখ, ভারাক্রান্ত স্মৃতি। শীতকাল এলে গ্রামাগঞ্জে বিশেষ করে একটা জিনিসের বেশি প্রচলন দেখা যায় সেটা হচ্ছে সবাই মিলে একত্রিত হয়ে আগুন পোহানো।সাধারনত শীতের হাত থেকে রক্ষা পেতেই গ্রামের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স বৃদ্ধ লোকজনেরা বিভিন্ন ধরনের খড়কুঠা জ্বেলে জড়সড় হয়ে বসে আগুন লাগিয়ে শীতে তাপ পোহানোর চেষ্টা করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে সরজমিনে উপস্থিত হলে চোখে পড়ে ছোট বাচ্চাদের আগুন জালিয়ে শীত পোহানোর হিরিক।আনন্দে বিভোর হয়ে শীত পোহাচ্ছেন তারা।তারা জানায় আমরা পলিথিন, জাবরে, ঘটে এগুলো দিয়ে প্রায় দিনে ছোটরা রাস্তার ধারে আগুন লাগিয়ে থাকি শীত থেকে বাঁচার জন্য।এতে আমাদের অনেক মজা হয়।
সুশিল সমাজ জানায়, আমরা সবসময় ভুলে যাই যে আগুনের যেমন ভালো দিক আছে তেমনি এর খারাপ দিকও আছে। তাই এই শীতে আগুন পোহাতে গিয়ে কেউ যেন দুর্ঘটনার শিকার না হয় তা লক্ষ্য করতে হবে।সুতরাং আগুন পোহানো থেকে সবারই সাবধানতা অবলম্বন করতে হবে।
Leave a Reply