হাবিবুর রহমান
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
পৌষ মাস শুরু হওয়ার এখনও দু’দিন বাকী থাকলেও ইতোমধ্যে প্রচন্ড শীতে কাঁপছে পুরো উত্তরাঞ্চল। সেই সাথে বেড়েছে হতদরিদ্র মানুষের গরম কাপড়ের কষ্ট। সেই কষ্ট একটুখানি লাঘব করতে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে রংপুরের পীরগাছায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাসহ হতদরিদ্র মানুষের মাঝে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শামীম হোসেন, ফারদিন এহসান মাহিম, সোহেল তানভীর, উল্লাস, রিফাত প্রমুখ।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, এই উপজেলায় ইতোমধ্যে ২ হাজার কম্বল বরাদ্দ এসেছে। সেগুলো শীতার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। আরও কম্বলের চাহিদা করা হয়েছে। সেগুলোও শিগগির আসবে।
Leave a Reply