মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকালে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহিনুর রহমান শাহিন, প্রধান শিক্ষক, বাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের সকল শিশুকে সমানভাবে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুরাদ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আব্দুল মোতালেব, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোছাঃ আয়েশা আক্তার সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ। আলোচনা সভার পাশাপাশি শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুটি ভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৬ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। বক্তারা বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং তাদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply