1. asrafulalamsorkar@gmail.com : asrafulal amsorkar : asrafulal amsorkar
  2. admin@dainiksomoybela.com : somoy312admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বিএসএফ এর পুশইন। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই উল্লাপাড়া উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত হলেন আব্দুল ওহাব ও আজাদ হোসেনে চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক তুরাগে সরকারি খাল দখল করে ১০ তলা ভবন নির্মাণ লোহাগড়ায় মিলল অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ মাদক মামলায় ০৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ কালিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ‎আব্দুল হালিম কে বাঁচাতে স্ত্রী দিতে চান কিডনি কিন্তু নেই প্রতিস্থাপনের কোনো অর্থ

গাজীপুরের রাজপথে সাহসী সৈনিকের নাম লিয়াকত আলী

  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের রাজপথে সাহসী এক সৈনিক, যিনি রাজপথের নেতৃত্বে সবসময় সামনে থেকেছেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন মাধখলা গ্রামের জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ লিয়াকত আলী।তিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদই নন—বরং প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক প্রতীক। একেবারে তৃণমূল থেকে বেড়ে ওঠা  এই নেতা সকল ঝড়ঝাপটার মাঝেও নিজের মাটি, মানুষ এবং আদর্শের প্রতি অবিচল থেকেছেন।

১৯৯৪ সালে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজে শাখা  জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যপদ লাভের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন লিয়াকত আলী। তরুণ বয়সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি অকুণ্ঠ ভালোবাসা এবং ত্যাগের নিদর্শন রাখতে শুরু করেন। সেই সময়েই আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মীদের নির্যাতনে একাধিকবার আহত হলেও রাজপথ ছাড়েননি।

২০০৩ সালে তিনি নির্বাচিত হন শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হিসেবে। সেখান থেকেই শুরু হয় তাঁর রাজনীতির নতুন অধ্যায়। তিনি হয়ে উঠেন দলের জন্য একজন নিবেদিতপ্রাণ সংগঠক। ২০০৮ সালে তাঁর অর্থায়নে তার নিজের এলাকায়, দলের জন্য নিঃস্বার্থভাবে জাতীয় নির্বাচনে অধ্যাপক এম এ মান্নানের নির্বাচনী বর্ধিত সভার আয়োজন করেন। বর্তমানে তিনি গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

তবে তাঁর রাজনৈতিক জীবন কেবল সফলতা নয়, সংগ্রাম ও নিপীড়নে ভরা। ২০১৯ সালের ১৭ই ফেব্রুয়ারি, সারাদেশের মতো স্বৈর সরকারের রাজনৈতিক দমননীতি থেকে বাদ যাননি তিনিও। অগনিত বার হামলার স্বীকার সহ  মিথ্যা মামলায় গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে। কিন্তু লিয়াকত আলীর মনোবল ছিল অটুট। তিনি ভয় পাননি, পিছুও হটেননি।

২০২১ সালে শ্রীপুর পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে পুনরায় আওয়ামী লীগ কর্তৃক হামলার শিকার হন এবং মিথ্যা মামলায় অভিযুক্ত হন। কিন্তু এ সকল বাধা তাঁকে মোটেও দমাতে পারেনি।

তিনি যুবদলের এক অবিচল সৈনিক, যিনি দলের দুঃসময়ে নিজের দায়িত্বকে ভুলে যাননি। বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের গাজীপুর জেলা সদস্য সচিব হিসেবে সফল হওয়ার পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করে প্রমাণ করেছেন—আদর্শ আর নেতৃত্ব একই মূর্তিতে সম্ভব।

ওয়ান-ইলেভেন পরবর্তী কঠিন সময়ে যখন দলের অনেকেই গা ঢাকা দিয়েছেন, তখন তিনি রাজপথে আন্দোলনে থেকেছেন, দলের সিনিয়র নেতাদের নির্দেশ বাস্তবায়নে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
লিয়াকত আলী বলেন:
” ২০২৪ সালের ৫ই আগষ্ট স্বৈরাচার বিদায় নিয়েছে, তবে, এখনো সেই স্বৈরাচারের দোসররা সোচ্চার সামাজিক যোগাযোগমাধ্যমে। তৃণমূল বিএনপির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি, অপপ্রচার, গুজব রটানো—এসবই একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ। আর এই চক্রান্তের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ হিসেবে বরাবরের মতো সামনে আছি”

একজন রাজনৈতিক নেতার প্রকৃত পরিচয় মেলে তার সংগ্রাম আর ত্যাগে। শ্রীপুর পৌর যুবদলের সম্মানিত আহবায়ক সদস্য মোঃ লিয়াকত আলী সেই  সংগ্রামী কর্মীদের একজন, যিনি এক হাতে দলীয় সংগঠন শক্তিশালী করেছেন, অন্য হাতে গণতন্ত্র রক্ষার সংগ্রামে রাজপথ দাপিয়ে বেড়িয়েছেন।
তবে তার এই জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি একটি কুচুক্রি মহল বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তার ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবু থেমে যাননি লিয়াকত আলী । শত প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহকর্মীরা। শ্রীপুরবাসীর চোখে তিনি একজন পরিশ্রমী, ত্যাগী ও মানবিক নেতা—যিনি রাজনীতিকে ব্যবহার করেন মানুষের সেবার একটি প্ল্যাটফর্ম হিসেবে, অপপ্রচারের ঢাল হিসেবে নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
Powered by: Nfly IT