আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা করেছে ৭টি হত্যা মামলার স্বজনরা। এ সময় আসামির স্বজনরা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত পৌনে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গিলারচালা এলাকায়। অভিযুক্ত আসামির নাম নুরুল আমিন (৫০)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পৌর আওয়ামী লীগের সদস্য। তাঁর পিতার নাম এমদাদুল, স্থানীয়ভাবে যিনি ‘মেম্বার’ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত।
নুরুল আমিন ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে’ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত শনিবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে তাঁর পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন এবং আসামিকে পালিয়ে যেতে সহায়তা করেন বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। পোশাক শ্রমিক আসমা আক্তার ও শামছুন্নাহার বলেন, “রাত সাড়ে দশটার দিকে পাশের বাড়িতে হইচই শুনে বাইরে বের হই। দেখি, পুলিশের সঙ্গে আসামির স্বজনদের ধস্তাধস্তি চলছে। তখনই আসামি পালিয়ে যায়।”
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুপ কুমার বলেন, “আমরা আসামি ধরতে গিয়েছিলাম। এ সময় তাঁর স্বজনরা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তবে ওই মুহূর্তে আসামিকে বাড়িতে পাওয়া যায়নি।” তিনি আরও জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় আসামির স্বজনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply