মুহা. সাইদুল ইসলাম সানাউল্লাহ – বিশেষ প্রতিনিধি
আজ ১৪ মার্চ ২০২৫ (শুক্রবার) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখা এক বিশেষ উপজেলা যুব সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। মাওনা চৌরাস্তার জমজম টাওয়ারের ২য় তলায় আই. এ. বি. মিলনায়তে উক্ত অনুষ্ঠিত সংগঠিত হয়। এতে দলের রাজনৈতিক ও পেশাজীবি যুব সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- গাজীপুর জেলা শাখার সেক্রেটারি , মুহাঃ আবু বরক সিদ্দিক (মাজিদুল) ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ- গাজীপুর জেলার সভাপতি, প্রকৌশলী ওমর ফারুক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি, হাফেজ মাওঃ আলমগীর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, শেখ মোহা: রেজাউল করিম।
সাধারণ সম্পাদক সোহেল গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মুফতি গোলাম কিবরিয়া আল আজাদী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাঃ আবু বরক সিদ্দিক মাজিদুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বর্তমান সময়ে দুর্নীতি, চাঁদাবাজি, অবিচার ও বৈষম্য সমাজকে গ্রাস করেছে। সাধারণ মানুষ ন্যায়ের বিচার পাচ্ছে না, রাজনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতি মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। জনগণ কীভাবে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হতে পারে। ইসলাম আমাদের শিক্ষা দেয় ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করতে। তাই সকলেই ইসলামী যুব আন্দোলনে আশার আহ্বান জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার ২৩-২৪ সেশনের কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে ২০২৫-২৬ এর নব কমিটি গঠন করা হয়।
নব কমিটিতে সভাপতি, মুফতী গোলাম কিবরিয়া আল আজাদী।
সহ-সভাপতি, মোঃ সোহেল গাজী।
ও সাধারণ সম্পাদক, মোহাঃ শরিফ আহম্মাদ এর নাম ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মুফতি মোফাজ্জল হোসেন কাসেমী, জাতীয় শিক্ষক ফোরাম গাজীপুর জেলা শাখার সেক্রেটারি , মাস্টার মনির হোসেন সহ আরো উপস্থিত ছিলেন_বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ।
Leave a Reply