শ্রীপুর প্রতিনিধি :
দেশ ও দেশের বাহিরে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাওরাইদ বাজার কমিটির সাধারণ সম্পাদক আফতাবউদ্দিন আতা।পবিত্র মাহে রমজান সকল ধর্মপ্রান মুসলমানদের জন্য নিয়ে এসেছে রহমত,বরকত, মাগফিরাত। ইহা দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস,ভাগ্য পরিবর্তনের মাস।সবাইকে এ মাসের পবিত্রতা রক্ষা করতে হবে।সবাইকে অশ্লীলতা, বেহায়াপানা থেকে দূরে থাকতে হবে।রোযা রাখার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ ও নিয়মিত কুরআন তেলাওয়াত করতে হবে।প্রতিটি মানুষ সঠিক এবং সুন্দরভাবে ধর্মকর্ম পালন করলে তার জীবনে এবং পরিবারে সুখ ও শান্তি আসবে।যখন প্রতিটি মানুষের পরিবারে সুখ ও শান্তি আসবে তখন পুরো দেশে শান্তি বিরাজ করবে।তিনি বলেন,পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আনন্দের, রহমত,মাগফিরাত, ও নাজাতের মাস।এই মাসে আল্লাহর রহমত ব্যাপকভাবে বর্ষিত হয়।জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। ফলে রোজা,নামাজ,কুরআন তেলাওয়াত, দান,সদকা,ফিতরা জাকাত,জিকির আসকারের মতো যাবতীয় ইবাদত সহজে তাদিকার মাধ্যমে তাকওয়া অর্জন করা সম্ভব হয়।।
Leave a Reply