নাজমুল আলম মুন্না,
সাতক্ষীরাঃ জেলা প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ২০২৫ সালের প্রথম দিনেই নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এই বই বিতরণ করা হয়। প্রধান অতিথি মোস্তাক আহমেদ তার উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন “শিক্ষা জাতির মেরুদণ্ড” এই নতুন বইগুলো তোমাদের জ্ঞানার্জনে সহায়ক হবে এবং উন্নত ভবিষ্যতের জন্য কর্মোদ্যোগী হিসেবে প্রস্তুত করবে। এসময়
উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ। এছাড়া
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন। পরিশেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের নতুন বছরের জন্য শুভকামনা জানান।
০১/০১/২৫
Leave a Reply