শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এক ভাড়াটিয়ার ফ্ল্যাট থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ল্যাপটপসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জুলাই ২০২৫) সন্ধ্যার দিকে উপজেলার জৈনাবাজার (কলেজপাড়া) এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ তাহসিন রেজা রাতুল (২৯) শ্রীপুর থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি ও তার স্ত্রী উভয়েই চাকরি করেন এবং ঘটনাস্থলে একটি ভাড়া বাসায় বসবাস করেন। ঘটনার দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে স্ত্রী বাসায় না থাকায় তিনি তালা দিয়ে বাইরে যান। এরপর মাগরিবের নামাজ আদায় শেষে রাত ৭টা ২০ মিনিটে বাসায় ফিরে এসে দেখতে পান দরজা খোলা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় ছড়ানো ছিটানো।
ভুক্তভোগীর দাবি, ঘরের ভিতরে থাকা কাঁধের ব্যাগ থেকে ১০,০০০/- টাকা, টেবিলের উপর থেকে একটি HP ব্র্যান্ডের ল্যাপটপ (মূল্য আনুমানিক ৪০,০০০/- টাকা), ড্রয়ারের ভিতর থেকে স্ত্রীর ব্যবহৃত ৮ আনার স্বর্ণের চেইনসহ ডায়মন্ড লকেট (মূল্য প্রায় ১,০০,০০০/- টাকা), ৩ আনার একটি স্বর্ণের আংটি (মূল্য আনুমানিক ৩০,০০০/- টাকা) এবং ঘরের অন্যান্য মালামালসহ প্রায় ২,২০,০০০/- টাকার সম্পদ চুরি হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়েছে যে, উক্ত ফ্ল্যাটে বা ভবনে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, ফলে চোর শনাক্তকরণে জটিলতা তৈরি হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, “আমরা অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশাদার চোরেরাই এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।”
ভুক্তভোগী পরিবার চুরিকৃত মালামাল উদ্ধারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply