1. asrafulalamsorkar@gmail.com : asrafulal amsorkar : asrafulal amsorkar
  2. admin@dainiksomoybela.com : somoy312admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বিএসএফ এর পুশইন। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই উল্লাপাড়া উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত হলেন আব্দুল ওহাব ও আজাদ হোসেনে চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক তুরাগে সরকারি খাল দখল করে ১০ তলা ভবন নির্মাণ লোহাগড়ায় মিলল অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ মাদক মামলায় ০৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ কালিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ‎আব্দুল হালিম কে বাঁচাতে স্ত্রী দিতে চান কিডনি কিন্তু নেই প্রতিস্থাপনের কোনো অর্থ

রতন সরকার স্মৃতি সম্মাননা পেলেন সাংবাদিক বাতেন বাচ্চু ,

  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

বিশেষ প্রতিনিধি :

রতন সরকার স্মৃতি সম্মাননা পেলেন সাংবাদিক বাতেন বাচ্চু,

প্রয়াত চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা-২০২৪ পদক পেলেন এশিয়ান টেলিভিশন ও দৈনিক ঢাকার ডাক পএিকার বিশেষ প্রতিনিধি দেশ ও জনস্বার্থে সাহসী এবং অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে অনন্য ভূমিকা রাখায় মো: আব্দুল বাতেন বাচ্চু,সহ দেশের ৪৫ জন সাংবাদিককে এ সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

সাংবাদিক মো: আব্দুল বাতেন বাচ্চু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি। তিনি বিগত প্রায় ১৮ বছর ধরে সাংবাদিকতা এটাই কাজ করে আসছেন। দৈনিক পত্রিকাসহ দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশনে কাজ করেছেন।

রোববার (২২ ডিসেম্বর) সমুদ্র সৈকত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এক অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এ সম্মাননা পদক প্রদান করে।

দেশের বিভিন্ন এলাকার রতন সরকার স্মৃতি সম্মাননা পদকপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- দৈনিক নীলফামারীর নিজস্ব প্রতিবেদক ও নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সম্পাদক তাহমিন হক ববি, বিজয় টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, দৈনিক জনকণ্ঠ বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, রয়টার্সের কক্সবাজার প্রতিনিধি মো. নুরুল ইসলাম, ঢাকা প্রতিদিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামিম তালুকদার, বরিশালের ফ্রিল্যান্স সাংবাদিক শাকিব বিপ্লব, দৈনিক মানবকন্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, দেশ রূপান্তরের রাজবাড়ি প্রতিনিধি মেহেদী হাসান মাসুদ, এখন টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি আল আমিন তালুকদার, রাইজিং নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান, বাংলা ভিশনের ফেনী প্রতিনিধি ও ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, দি নিউনেশনের বরিশাল জেলা প্রতিনিধি মাসুদ রানা, গ্লোবাল টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি আব্দুল হাকিম, দৈনিক মানবকন্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমী।

এছাড়া, দৈনিক কালবেলার চট্টগ্রাম জেলার পটিয়া প্রতিনিধি আব্দুল হাকিম রানা, দৈনিক যায়যায়দিনের মহেশখালী প্রতিনিধি ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, বাংলাদেশ বেতারের কক্সবাজার জেলার টেকনাফ প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক মানবজমিনের নোয়াখালীর কবিরহাট উপজেলা প্রতিনিধি জহিরুল হক জহির, দৈনিক মুক্তকণ্ঠের চট্টগ্রামের লোহাগাড়া প্রতিনিধি রুশমী আক্তার, দৈনিক ইত্তেফাকের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টেলিভিশনের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান, দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক এসএম শামীম রানা, সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপু, বাংলা টিভির রিপোর্টার স্টাফ প্রান্ত পারভেজ, বাংলা টিভির বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভারের জয়পুরহাট প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজু, দৈনিক মানবকন্ঠ পত্রিকার চন্দনাইশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক, দৈনিক দেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জুবায়ের হোসেন, দৈনিক কালের কন্ঠ ও একুশে টিভির পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজ, আজকের পত্রিকার মাদারীপুর প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশী, দৈনিক চট্টগ্রামের লোহাগড়া প্রতিনিধি সাত্তার সিকদার, ভোরের কাগজের কাউখালি প্রতিনিধি নুরুল হুদা বাবু, যমুনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয়, বেলায়েত সুমন, দৈনিক শেয়ারবিজের চাঁদপুর জেলা প্রতিনিধি কাজী হুমায়ুন কবির, দৈনিক সাঙ্গুর চীফ রিপোর্টার কবির হোসেন, এশিয়ান টিভির কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজু, এশিয়ান টিভির শ্রীপুর বিশেষ প্রতিনিধি আব্দুল বাতেন বাচ্চু, দৈনিক মুক্ত খবরের গাজীপুর প্রতিনিধি আব্দুল হামিদ খান, দৈনিক দিনকালের মাদারীপুর প্রতিনিধি গাউছ উর রহমান, এশিয়ান টিভির যশোর প্রতিনিধি সেলিম আহম্মেদ, দৈনিক নয়াদিগন্তের কুয়াকাটা প্রতিনিধি মিজানুর রহমান ও এনটিভির বরগুনা স্টাফ করেসপন্ডেন্ট সোহেল হাফিজ।

প্রসঙ্গত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ৮ম বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা গত ২২ ও ২৩ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। দু‍‍`দিনব্যাপী অনুষ্ঠিত বর্ণাঢ্য এ আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান, প্রীতি ফুটবল খেলা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যা। আলোচনা সভায় স্টামফোর্ট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের প্রধান ড. কামরুজ্জামান মজুমদার, কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. রহমতউল্লাহ, বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খায়ের উদ্দিন সিকদার, অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন প্রমূখ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ রতন সরকার স্মৃতি সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকদের হাতে পদক তুলে দেন।

এ সময় আহমেদ আবু জাফর বলেন সাংবাদিকদের দাবি, মর্যাদা এবং অধিকার আদায়ে সোচ্চার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে দেশের বিভিন্ন এলাকার ৪৫ জন সাংবাদিককে প্রয়াত চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পদক দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের পেশাদার এবং অনুসন্ধানী সাংবাদিকরা এই সম্মাননা গ্রহনের মধ্য দিয়ে আরো দায়িত্বশীল ভুমিকা পালন করতে পারবেন। ইতিমধ্যে এ সকল সাংবাদিকদের অনুসন্ধানী ও দায়িত্বশীল প্রতিবেদনের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তাদেরকে মনোনীত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
Powered by: Nfly IT