আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর সচেতন নাগরিক ফোরাম এর নতুন কমিটি গঠন করা হয়েছে । সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন রওশন হাসান রুবেল, অধ্যক্ষ মাওনা চৌরাস্তা পাবলিক স্কুল এন্ড কলেজ, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন, পরিবেশ কর্মী খোরশেদ আলম। কমিটি ঘোষণা করেন শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ। এসময় সভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি মোঃ সেলিম মোল্লা সহ সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ। ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় ‘শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরাম’ নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন মো: এমদাদুল হক, সহকারী অধ্যাপক, মুক্তিযোদ্ধা কলেজ এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন ড. কামরুজ্জামান, সহকারী অধ্যাপক, মুক্তিযোদ্ধা কলেজ। শ্রীপুর পৌরসভার অনিয়ম, পরিবেশ দূষণ ও নানা রকম বৈষম্য নিয়ে ‘শ্রীপুর সচেতন নাগরিক ফোরাম” নিয়মিত কাজ করে যাচ্ছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে সংগঠনকে আরও গতিশীল এবং সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সবার সহযোগিতাও চান। সাধারণ মানুষেরও প্রত্যাশা ‘শ্রীপুর সচেতন নাগরিক ফোরাম’ একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে।যেখানে অনিয়ম যেখানে দুর্নীতি সেখানেই রুখে দাঁড়াবে এই কমিটি
Leave a Reply