1. asrafulalamsorkar@gmail.com : asrafulal amsorkar : asrafulal amsorkar
  2. admin@dainiksomoybela.com : somoy312admin :
রবিবার, ২৫ মে ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বিএসএফ এর পুশইন। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই উল্লাপাড়া উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত হলেন আব্দুল ওহাব ও আজাদ হোসেনে চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক তুরাগে সরকারি খাল দখল করে ১০ তলা ভবন নির্মাণ লোহাগড়ায় মিলল অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ মাদক মামলায় ০৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ কালিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ‎আব্দুল হালিম কে বাঁচাতে স্ত্রী দিতে চান কিডনি কিন্তু নেই প্রতিস্থাপনের কোনো অর্থ

পিকনিকের জন্য ছাত্রদল নেতার চাঁদা দাবি, অডিও ক্লিপ ফাঁস

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

 

লালন সরকার(পঞ্চগড় প্রতিনিধি)

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্রদল নেতা খালিদ মাহমুদ সৈকতের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ফোনালাপে তাকে বিকাশ নামে এক ব্যক্তির কাছে পিকনিকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করতে শোনা গেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার চাঁদা দাবির কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে।
অডিওতে খালিদ মাহমুদ সৈকতকে বলতে শোনা যায়, আমি উনাদের সাথে কথা বলেছি, আপনার বিষয়ে সব জানিয়েছি। এখন ওনারা বলতেছে থার্টি ফার্স্ট নাইটের পিকনিকে একটা পার্টি দিতে হবে।
বিকাশ রায় জিজ্ঞেস করেন- কীরকম সেটা, কত দিতে হবে? উত্তরে সৈকত বলেন, কত, বিশ হাজার হইলে হবে। বিকাশ রায় প্রতি উত্তরে বলেন, আচ্ছা ভাই আমি তো বললাম ই আমার তো ঐরকম সামর্থ্যই নাই। এরপর সৈকতকে বলতে শোনা যায়, আমি আপনার পক্ষ নিয়েই কথা বলেছি। আমি প্রথমে কী বলেছি আর এখন কত বললাম। আমি নিজেই এখন নমনীয় হয়ে গেছি। যাই হোক কখন আপনি টাকা দিবেন? এরপর বিকাশ রায় সৈকতকে বলেন, শুনেন সৈকত ভাই, আমার এরকম কোন কিচ্ছু নাই। এজন্য আমার বাড়িটা ছোট ভাই হিসেবে দেখে আসার কথা বললাম। সৈকত এবার বলেন, আমি বূঝেছি, আমি ঐজন্য বলেছি নাম টাম দেয়ার দরকার নাই। দাদা হিসেবে পিকনিকে একটা ভালো টাকা দিলেই হবে। আমরা আর ইয়া করতেছি না। বিকাশকে এবার বলতে শোনা যায়, আমার হাতে টাকা পয়সা নাই। একদম আদি ইতিহাস তোমাকে বললাম। আমি আগে রাজমিস্ত্রীর কাজ করতাম। কোন রকম দিনাতিপাত করতাম। সবশেষে সৈকত বিকশকে বলেন, আর ছিলাম না কন, এইলা আমার মুখস্থ হয়েছে। আপনি এখন কখন দেখা করবেন সেটা বলেন। টাকা ম্যানেজ করে রাত্রের মধ্যে দেখা করেন। কোন প্যারা নিয়েন না।
জানা গেছে, বিকাশ রায় দেবীগঞ্জ সেটেলমেন্ট অফিসে চুক্তিভিত্তিত কাজ করেন। অপরদিকে খালিদ মাহমুদ সৈকত সমন্বয়ক ছাড়াও দেবীগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, কল রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। অনেকেই বলছেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার দাবিদার ছাত্র সংগঠনের নেতার এমন আচরণ সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সমন্বয়ক ও ছাত্রদল নেতা খালিদ মাহমুদ সৈকত। তিনি বলেন, রেকর্ডটি আমিও পেয়েছি। রেকর্ডটি এআই প্রযুক্তিতে বানানো। রেকর্ডের ব্যক্তিটি আমি নই। এ বিষয়ে প্রেস ব্রিফিং করবো।
সৈকত অস্বীকার করলেও ভুক্তভোগি বিকাশ রায় অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করেছেন এবং বিষয়টি তাদের মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানান।
তিনি বলেন, আমি সেটেলমেন্টে কাজ করে নাকি অনেক দুর্নীতি, অনিয়ম করেছি। এজন্য প্রথমে দুইলাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে ২০ হাজার টাকা চায়, তবে আমি কোন টাকাই দেইনি।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক বলেন, ছাত্রদলে থেকে অপকর্ম করার কোন সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
Powered by: Nfly IT