মোঃশহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)।
শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নে গুতার বাজার নামক এলাকায় স্বামীর বাড়ি থেকে স্ত্রী পলাতকের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জোসনা বেগম স্বামী আব্দুল বারেক সাং গাজীপুর উপজেলা
শ্রীপুর জেলা গাজীপুর।
তিনি বলেন মোসাঃ সোহাগী পিতা মোঃমকবুল হোসেন সাং
কাশর থানা ভালুকা জেলা ময়মনসিংহ। আমার ছেলে মোঃ
ইসরাফিল কে দিয়ে বিয়ে করিয়ে এনেছি প্রায় দুই বছর আগে। সরা শরীয়ত অনুযায়ী কাবিনমূলে আমার ছেলে ও ছেলের বউ সুন্দর ভাবে দাম্পত্য জীবন অতিবাহিত করিয়া আসি তেছে।এ যাবত তাদের কোন সন্ত্বানাদি হয় নাই।
গত ২৩ এ নভেম্বর রোজ শনিবার সকাল আনুমানিক
৭,৩০ মিনিট এর সময় সোহাগীর
মা মোসাঃ নারগিস আক্তার এর
ফোন কল পেয়ে,আমাদের অগোচরে চলে যায়।
অভিযোগকারি অভিযোগ করেন। আমার বাড়ি থেকে,
এক লক্ষ আশি হাজার নগত টাকা, একভরি স্বর্ণালংকার নিয়ে চলে যায়।আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি
সোহাগীকে খোঁজে পাচ্ছিনা।
বিবাদী পক্ষ অর্থাৎ সোহাগীর বাবাকে ফোন করে জানতে চাইলে। তিনি বলেন আমরা খবর পেয়েছি,কিন্তু আমাদের বাড়িতে আসে নাই।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,জয়নাল আবেদীন
বলেন, অভিযোগ পেয়েছি।
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
Leave a Reply