।
মেহেদী হাসান মুরাদ, – দিনাজপুর
দিনাজপুরের ঘোড়াঘাটে ফরমার আরসি, যুব ফোরাম ও ভিডিসির সঙ্গে রংপুর বিভাগীয় শিশু ফোরামের সাবেক সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বুধবার বিকেলে ফরমার আরসি ও ভিডিসির আয়োজনে উক্ত মতবিনিময় বুলাকিপুর ইউনিয়নের চন্দ্রপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
ভিডিসির সভাপতি রফিকুল ইসলাম আলম চৌধুরীর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফোরামের প্রধান নির্বাহী ও সাবেক শিশু ফোরাম নেতা মেহেদী হাসান মুরাদ। ফরমার আরসি মামুনুর রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল এপি শিশু ফোরামের সভাপতি সাকিব আল হাসান, ওয়ার্ল্ড চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফোরামের স্পনসরশীপ ম্যানেজার কে এন তানি। উপজেলা যুব ফোরামের সভাপতি পল্লী প্রানী চিকিৎসক মোঃ শাকিল আহমেদ শাকিল। পিএফএ শিশু ফোরামের সভাপতি প্রান্ত বাবু পিয়াস, প্রচার সম্পাদক বিকাশ রায় প্রমুখ।
এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলায় ১ অক্টোবর ২০০৭ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করে। সরাসরি সুবিধাভোগী আরসি ( রেজিষ্ট্রার্ড চাইল্ড) ছিলো ৫৮৪৮ জন। মোট উপকারভোগীর সংখ্যা ৮২,৪৯৫ জন ও উপকারভোগী পরিবারের সংখ্যা ১৯,৫৯৫। ঘোড়াঘাটে এখনো ৬৯ টি শিশু ফোরাম সক্রিয় আছে যার সদস্য সংখ্যা ৮৯৭ জন।
Leave a Reply