মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া বিএনপি ও সহযোগী এবং অংগসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এ শ্রমিক সমাবেশ শুরু হয়। পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শ্রমিক সমাবেশ শেষ হয়। মহান মে দিবসের শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতিসহ উল্লাপাড়া উপজেলা বিএনপি, সহযোগী ও অংগসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য ও নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকুক, দূর হোক সকল বৈষম্য। মজলুম শ্রমিকদের মুক্তির দিন আজ। বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে। শ্রমিকদের ন্যায্য অধিকার এবং ঘাম শুকানোর আগেই পাওনা পরিশোধ করার আহবান জানান বক্তারা। এদিকে মহান মে দিবস উপলক্ষে উল্লাপাড়া ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার কৃতি সন্তান সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি। র্যালি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বহুতলা ভবন নির্মাণ করতে গিয়ে উপর থেকে পরে মারা যাওয়া শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
Leave a Reply