মোঃ মোফাজ্জল হোসেন শ্রীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলী গ্রামে বনের রেকর্ডভুক্ত জমিতে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গেল ৫ আগস্টের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে স্থানীয়রা এসব ঘর নির্মাণ করে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত ৩০টির অধিক বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিকাল পর্যন্ত অভিযান চলবে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানান, “বনের জমিতে অবৈধভাবে অর্ধশতাধিক বসতঘর নির্মাণ করে স্থানীয়রা। তাদেরকে স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা মানেনি। ফলে আজ যৌথ বাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বনভূমি রক্ষায় পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।”
উল্লেখ্য, বাংলাদেশে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী, সরকারি দপ্তরগুলোকে জনগণের কাছে তথ্য প্রদান করতে বাধ্য করা হয়েছে। এই আইনের আওতায়, সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে নির্দিষ্ট ফরমেটে আবেদন করে কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যায়। তথ্য না পাওয়া বা অসন্তুষ্ট হলে আপিল করার সুযোগও রয়েছে।
Leave a Reply