প্রফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বৃহস্পতিবার বিকেলে মিছিলটি মাওনা চৌরাস্তার ফ্লাইওভার এর উভয় পাশ প্রদক্ষিণ করে মুগ্ধ চত্ত্বরের সামনে গিয়ে শেষ হয়। দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর অব: আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে ও এনসিপি নেতা আবু রায়হান মিসবাহর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে একটি সমাবেশ হয়।
মেজর অব: মাহমুদ বলেন, ‘গণঅভ্যুত্থানের আট মাস হলেও, এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নামে সরকারি গেজেট প্রকাশ করা হয়নি, যা খুবই দুঃখজনক। প্রশাসনের আড়ালে এখনো আওয়ামী লীগকে পুনর্বাসন করার পাঁয়তারা করা হচ্ছে। যা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের সঙ্গে প্রত্যক্ষ গাদ্দারি।’ তিনি আরও বলেন, ‘সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই কেবল অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব। এর অন্যথা হলে আবারও বাংলাদেশ ফ্যাসিবাদের অতল গহ্বরে হারিয়ে যাবে।’
কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম বলেন, আজকের এই বিশাল সমাবেশ থেকে আওয়ামী লীগের বিচার ও সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের চাই। আমরা বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর পুণর্বাসিত হতে দেব না। জাতীয় নির্বাচনের আগে সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি জানাই।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা এনসিপি নেতা আবু রায়হান মিসবাহ, কেদ্রীয় শ্রমিক উইং নেতা সালাহ উদ্দিন, ছাত্র সংসদ নেতা আদনান সাকিব, আসাদুল ইসলাম ইমন সহ প্রমুখ।
Leave a Reply