কবির আকন্দ,শ্রীপুর প্রতিনিধি :
১৪ এপ্রিল ২০২৫ সোমবার সকাল ৯ টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙ্গালীদের সার্বজনীন লোক উৎসব পহেলা বৈশাখ উদযাপনের অংশ হিসেবে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ জয়নাল আবেদীন মন্ডল,শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী জনাব তৌহিদ আহমেদ, শ্রীপুর উপজেলা কৃষি অফিসার জনাব সুমাইয়া সুলতানা বন্যা,শ্রীপুর উপজেলা ভেটেনারি সার্জন জনাব ড. গোলাম মোরশেদ মুরাদ, পিআইও জনাব শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মাহবুব আলম,শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম, শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব কানিজ ফাতেমা, শ্রীপুর উপজেলা পরিসংখ্যান অফিসার জনাব মো: স্বপন মিয়া, শ্রীপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব পারুল আক্তার এবং জনাব মনিরা খাতুন, রেলিতে আরো অংশ নেয় জনাব দিপু স্যার ও জনাব আমান স্যারের নেতৃত্বে শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষক জনাব সাজেদা সাজু ম্যাডাম ও জনাব সাইদুল স্যারের নেতৃত্বে শ্রীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কচিকাঁচা শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
আনন্দ শোভাযাত্রাটি শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর হইতে শুরু হয়ে শ্রীপুর রেল গেইট পর্যন্ত গিয়ে ফিরে এসে উপজেলা চত্বরে শেষ হয়।
গেগরীয় বর্ষপঞ্জি অনুসারে প্রতি বছর ১৪ এপ্রিলে এই দিবসটি জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে।
Leave a Reply