মুহাম্মদ সাইদুল ইসলাম সানাউল্লাহ – বিশেষ প্রতিনিধি
গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার ১৭ ই রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ দিবস শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শ্রীপুরের উপজেলা মডেল মসজিদ মিলনায়তে উক্ত অনুষ্ঠিত সংগঠিত হয়। এতে বিভিন্ন দলের রাজনৈতিক ও পেশাজীবি সহ অঙ্গ সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- গাজীপুর জেলা শাখার সেক্রেটারি , মুহাঃ আবু বরক সিদ্দিক (মাজিদুল) ।
সাধারণ সম্পাদক মুফতী মামুনুর রশীদ ও আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ আলমগীর হোসাইন।
উক্ত অনুষ্ঠানে শ্রীপুরের বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামাতে ইসলামের আমীর মাওলানা নুরুল ইসলাম, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শামীম আহমেদ, গাজীপুর জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন খন্দকার, গাজীপুর জেলা বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, গাজীপুর জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা আলী আকবর,
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশ সভাপতি মোঃ তুহিন আকন্দ, গাজীপুর জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাঃ রেজাউল করিম, গাজীপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মোফাজ্জল হোসেন কাসেমী, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি গোলাম কিবরিয়া আল আজাদী, উপজেলার ইসলামী আন্দোলনের সদস্য আবু নাসের মোঃ জুবায়ের, মাওলানা আতাউর রহমান, মুফতি শহিদুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, শ্রীপুর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি শরিফুল ইসলাম (সাগর) সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরিশেষে শ্রীপুর উপজেলার মডেল মসজিদের ইমাম সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Leave a Reply