রাজ দূর্জয় বাংলা রাজ
সত্যের পথে জীবন দিলো তাঁর তুলনা নাই, ন্যায় প্রতিষ্ঠায় অনড় ছিলো শেখ তিতুমীর আকাশ দাদা।
রবের হুকুম মান্য করে চলতো দিবা-রাতি, ছড়িয়ে ছিলো দেশের বুকে জ্ঞান আলোয়ের বাতি।
এসব দেখে বিধর্মীদের ঘুম ছিলো না চোখে, ফন্দী আঁটে মনে-মনে দিতে হবে রুখে।
হত্যা করে বন্ধ করলো সত্যবাদীর মুখ, ওদের মনে দেয়নি সাড়া তিল পরিমাণ দুখ।
চুপটি করে বসে মুমিন আর খেয়েও না মার, বদলা নিয়ে ফিরবো ঘরে কেউ পাবে না ছাড়। তোমাদের প্রিয় আকাশ দাদা।
Leave a Reply