হাবিবুর রহমান
পীরগাছা (রংপুর) প্রতিনিধি –
রংপুরে নানা আয়োজনে দীপ্ত টিভির নবম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়েজিদ আহমেদ এর সভাপতিত্ব ও দীপ্ত টিভির রংপুর ব্যুরো চীফ বাবলুর রহমান বারীর সঞ্চালনায় রিপোর্টার্স ক্লাব রংপুর হল রুমে কেক কাঁটার মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা পরে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় দীপ্ত টিভির নবম তম প্রতিষ্ঠা বার্ষিকী। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রটারী এনামূল হক,মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোহাম্মদ শিবলী কায়সার,
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার(সি সার্কেল) মাহমুদুল হাসান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, মিজানুর রহমান লুলু, মেঘনা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার একরামুল হক প্রমূখ সহ রংপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বিগত দিনের দীপ্ত টিভির নিরপেক্ষ সংবাদের প্রশংসা করে বলেন সামনের দিকে সংবাদ সাংবাদিকতায় গণমাধ্যমের সামনের সারিতে থাকবে বেসরকারি এই টেলিভিশন এবং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরবে এমন প্রত্যাশা সবার।
Leave a Reply