মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি
তরি-তরকারি, শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর উর্ধ্বমুখী মূল্যে দরিদ্রশ্রেণীসহ সাধারণ ক্রেতারা দিশেহারা। এহেন দূঃসময়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নামলেন লোহাগাড়া-সাতকানিয়া মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। কর্মসূচীর ধারাবাহিকতায় ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনস্থ কথিত সাহেব বাজারে ক্রয়মূল্যে তরি-তরকারি ও শাক-সবজি বিক্রয় কর্মসূচী শুরু করেন। ওই সময় দেখা গেছে অসংখ্য ক্রেতার ভীড়। কর্মসূচী উদ্বোধন করেন উপেজলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান। সাথে ছিলেন সংগঠনের সভাপতি ওবাইদ বিন নূর, সাধারণ সম্পাদক রাকিব উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মিজানূর রহমান, অর্থ সম্পাদক ফাহাদ ইবনে হাশেম, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, মো: ইরফান উদ্দীন, মো:ওবাইদুল্লাহ, মো: নাইমুল ইসলাম প্রমুখ।
উপেজলা নির্বাহী অফিসার বলেন, এহেন মানবিক মহতী উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।সময়ের প্রয়োজনে মানবিক দৃষ্টিভঙ্গি প্রসারিত করে একে অন্যের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। এ প্রসঙ্গে জনৈক ক্রেতা মহিউদ্দীন’র সহিত আলাপ করলে তিনি বলেন, অতি সূলভমূল্যে তরি-তরকারি ক্রয় করতে পেরে খুবই আনন্দিত। তিনি আয়োজকদেরকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বিক্রয়মূল্যে পণ্য-সামগ্রী যথাক্রমে কেজি প্রতি লাউ ৩৫ টাকা, পেঁপে ২০ টাকা,বরবটি ৪০ টাকা, করলা ৭৫ টাকা, শশা ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা, বেগুন ৭০ টাকা, শাক ১৫ টাকা, আলু ৫০ টাকা।
Leave a Reply