মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদাহ ইউনিয়ন এর তালগাছী গ্রামের মৃত ক্বারী আবুল হোসেন এবং মাতা মোছা: আমেনা খাতুন এর পুর মাওলানা মো: আব্দুল হালিম তিনি পেশায় একজন মসজিদের ইমাম ও খতিব। তিনি তালগাছি মাদিনাতুল উলুম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম ছিলেন। তিনি গত এপ্রিল মাসে কিনডি রোগে আক্রান্ত হয়ে পড়েন। জানা যায় তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নবীপুর বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব এর দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি গত এপ্রিলে কিডনি রোগে আক্রান্ত হয়ে পড়েন পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ এবং হসপিটালে নেফ্রোলজী বিভাগে ভর্তি করা হয়। পরে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট পত্রে জানিয়েছেন
তিনি জন্মগতভাবে (একক ডান কিডনি) ওভারলাইন ই হীন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। তার এ কিডনির ব্যবস্থা হলে ও প্রতিস্থাপনের নেই কোনো অর্থ। ডাক্তার জানিয়েছেন এ কিডনি প্রতিস্থাপনে প্রায় দশ থেকে বারো লাখ টাকার প্রয়োজন। আব্দুল হালিম সাহেবের অসচ্ছল পরিবারের পক্ষে এই অর্থ জোগান দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তার ছেলে মো: তৌফিকুল ইসলাম নাইম বাবাকে বাঁচাতে তাই সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তার ছেলে তৌফিকুল ইসলাম নাইম। তার স্ত্রী জানিয়েছেন স্বামী কে বাঁচাতে আমি একটা কিডনি দিতে চাই কিন্তু প্রতিস্থাপনের নেই কোন অর্থ।
তার ছেলে বলেন চোখের সামনে বাবা ধুকে ধুকে মারা যাবে- এটা ছেলে হয়ে কীভাবে মেনে নেব? তাই এখন দেশের হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে বাবাকে বাঁচাতে পারব বলে মনে হয়। আব্দুল হালিম কে সহযোগিতা করতে (০১৭৩৪-৩৬৪১২৮) নাম্বারে যোগাযোগ করুন।
(মোবাইল বিকাশ নাম্বার :- ০১৭৮২-৩৮৮৬৮১)
(সোনালী ব্যাংকিং একাউন্ট নাম্বার – ৪২১৩৫৩৪০৬৯৯৪৭)
Leave a Reply