আশরাফুল আলম সরকার
গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসা-ই-গাউছিয়া আব্বাসিয়া সুন্নিয়া ও হেফজ খানার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (আজিমুশ্বান মিলাদুন্নবী) সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ২০২৪ অনুষ্টিত হয়েছে।
৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে বরমী সোহাদিয়া গ্রামে আব্বাসিয়া দরবাশরীফের আয়োজনে মাহফিল ২০২৪ অনুষ্টিত হয়েছে।
আহেলে সুন্নাত ওয়াল জামা'আত গাজীপুর জেলা ও প্রেসেডিয়াম সদস্য আহেলে সুন্না ওয়াল জামা,আত বাংলাদেশ এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন, রাইসুল মাশায়েক,আওলাদে রাসুল, ভারত থেকে আগত আল্লামা সাইয়্যেদ্য মিছবাহ উল হক এমাদী, হযরতুল আল্লামা হাসানুর রহমান হুসাইন নক্সেবন্দী। যুগ্ন সাংগঠনিক সম্পাদক, আহলে সুন্না ওয়াল জামা'আত বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.