মোঃ উজ্জ্বল হোসেনঃ
গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ বাজারের ঔষধ ফার্মেসী ব্যবসায়ীর রেজিষ্ট্রেশন সাটিফিকেট হারিয়েছে বলে দাবি করেন মোঃ ছায়েদুর রহমান খান।
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক ১৪/০৫/১৯৯৬ ইং সনের ইস্যুকৃত রেজিষ্ট্রেশন সাটিফিকেট নং-C22154 হারিয়েছে।
দোকানের রেজিষ্ট্রেশন সাটিফিকেটি হারানোর পরে ব্যবস্ত থাকার কারণে অল্প কিছুদিন পর মোঃ ছায়েদুর রহমান খান গাজীপুরের শ্রীপুর মডেল থানায় গত ০৫/১০/২০২৪ ইং তারিখে ছায়েদুর রহমান খান ২৫০নং জিডি করেন।
ছায়েদুর রহমান খান বলেন আমি আইনের সাহায্যে আমার দোকানের রেজিষ্ট্রেশন সাটিফিকেটি ফিরে পেতে চাই।
শ্রীপুর মডেল থানার (ওসি জয়নাল আবেদীন মন্ডল) দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সাংবাদিক কে জানায় আমি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্তা গ্রহণ করবো।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.