হাবিবুর রহমান হাবিব,
পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় সুস্থ, সুন্দর, শান্ত ও মর্যাদাপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের শুভ উদ্বোধন ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মেডিকেল মোড় বেবি ভিলার চতুর্থ তলায় দোয়া পরিচালনার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মোত্তালেব হোসেন।এসময় উপস্থিত ছিলেন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক নাজমা বেগম, কাউন্সিলর আশরাফুল ইসলাম, কেন্দ্র চিকিৎসক আব্দুর রাজ্জাক, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবক রবি লাহিড়ী, সাইফুল্লাহ সজীব, আসাদুজ্জামান রানা, মোফাচ্ছেরুল ইসলাম মিলন, লিটন মিয়া, সোহরাব হোসেন প্রমুখ।কাউন্সিলর আশরাফুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পীরগাছায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আধুনিক পদ্ধতিতে চিকিৎসা প্রদান করা হবে। এছাড়াও মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, আঠা, ঘুমের ঔষধ সিসাসহ সকল প্রকার মাদকাসক্ত ব্যক্তিদেরকে এ কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা দেওয়া হবে। নিয়মিতভাবে রোগী দেখবেন রংপুর মেডিকেলের মানসিক, মাদকাসক্ত ও সেক্সুয়াল মেডিসিন বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.