: নার্গিস সেতু
পৃথিবীতে লেগে গেছে কঠিন বদনজর,
কেউ কাউকে মানে না, করে না আদর।
অরাজকতা, অন্যায়,অত্যাচার বেড়েই চলছে ,
ছোট বড় মানছেনা, বেয়াদবী অহরহ করছে।।
পরিস্থিতি অনুকূলে নেই, যেন বাহিরে,
সমাজ,জীবন ও সংসার ধ্বংস ধীরে ধীরে।
আহারে এ জাতির কি হবে পরিনাম ,
বর্তমান যুব সমাজ একটু ভাবছেনা আগাম।।
আদিম যুগে ছিল ভালো পরিত পাতা, খেত গাছেরছাল,
বুঝিতনা কোন দিনও কাকে বলে আহাল।
বনে বনে বেড়াত সারাদিন ভর,
সন্ধা হলেই ক্লান্ত শরীরে ঘুমিয়ে কাতর।।
কোথা গেল হারিয়ে সেই দিনকাল সেই নিরিহ মানুষ ?
সেই গল্প শুনালে, যুবসমাজ বলে এটাতো বেহুস।
আমলে নেয় না বাবা মার কথা, মানে না বিধির বিধান।
আল্লাহ ছাড়া নেই কারো ক্ষমতা করিবে পরিত্রাণ।।
ক্ষমা কর হে মাবুদ, রহমত কর দান ,
নইলে তো বিশ্ববাসী,দোযখবাসী হয়ে হারাবে প্রান।
তুমি আল্লাহ বড়ই মহান আমি তোমার গোলাম,
সব ছাড়িয়ে তোমায় পেলে বুঝিব, স্বর্গবাসী হলাম।।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.