স্টাফ রিপোর্টারঃ
গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনার পর থেকে শিডিউল বিপর্যয়ের মধ্যেই আছে কমলাপুর রেলওয়ে স্টেশন। এরই মধ্যে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস এবং জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।
শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘোষণা দেয় কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ।
যাত্রীদের টিকিটের রিফান্ড যথাসময়ে করা হবে বলেও জানিয়ে রেল কর্তৃপক্ষ।
এদিকে শিডিউল বিপর্যয়ের কারণে গতকাল শুক্রবার সব ট্রেন পাঁচ থেকে ছয় ঘণ্টা বিলম্বে ছেড়েছে এবং তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছিল। এতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। স্টেশনে এসেও ট্রেনে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। শুধু যাত্রা বিলম্ব নয়, অনেকের অভিযোগ আছে, স্টেশনের ব্যবস্থাপনা নিয়েও।
দায় স্বীকার করে কমলাপুর লেস্টেশনের দায়িত্বরত মাস্টার জানিয়েছেন, শিডিউল নিয়ে দ্রুত কাজ করা হবে। আজকের মধ্যে সব বিপর্যয় কাটিয়ে ওঠা যাবে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.