পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় পুকুরের পানিতে ডু্বে উম্মে হাবিবা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার অনন্তরাম রাজবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত উম্মে হাবিবা ওই এলাকার ভ্যানচালক হাসান আলীর মেয়ে।পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরের পর শিশুটিকে তার দাদা আইসক্রিম কিনে দিয়ে বাড়ির পাশের জমিতে কাজে যান। শিশুটি আইসক্রিম খেয়ে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন। এক পর্যায়ে শিশু হাবিবাকে বাড়ির পাশের একটি পুকুরের কিনারে পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন শিশুটির পিতা হাসান আলী। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.