পাকুন্দিয়ায় বিএনপি কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
আওয়ামী ঘরানার লোকজনকে পদে বসানোর অভিযোগে তৃণমূলে ক্ষোভ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী ঘরানার লোকদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
ইতোমধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পদবঞ্চিত বিএনপি নেতারা উপজেলা আহবায়ক এড. মো. জালাল উদ্দীনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের সভাপতি-সম্পাদক করায় ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে ইউনিয়ন আহবায়ক খাইরুল ইসলাম বকুল জানান, যাচাই-বাছাই কমিটির সুপারিশেই কমিটি গঠিত হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তা পুনর্বিবেচনা করা হবে বলে জানান তিনি।
উপজেলা বিএনপির আহবায়ক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.