লালন সরকার,পঞ্চগড়
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক এইচএসসি পরীক্ষার্থী তরুণী।
শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড প্রধান পাড়া এলাকার মৃত- অমূল্য রায় প্রধানের বড় ছেলে প্রেমিক দীপঙ্কর রায়ের বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি।
ভুক্তভোগী তরুণী লিপা রানী (১৮) দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন দারারহাট গ্রামের বাসিন্দা। তিনি জানান, তিন বছর ধরে দীপঙ্কর এর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের আশ্বাসে একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। কিন্তু সম্প্রতি প্রেমিক দীপঙ্কর রায় যোগাযোগ বন্ধ করে দেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।
লিপা রানী বলেন, “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন ফোন ধরছে না। বাধ্য হয়ে আমি তার বাড়িতে এসেছি। আমি আমার অধিকার চাই। বিয়ে না করলে আত্মহত্যা করব।”
এ বিষয়ে দীপঙ্কর রায়ের পরিবারের দাবি, তাদের ছেলেকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে তরুণীর পরিবারের ভাষ্য, “আমরা সামাজিকভাবে সম্মানের সঙ্গে বাঁচতে চাই। মেয়েকে নিয়ে কেউ খেললে তাকে ছাড় দেওয়া হবে না।”
ঘটনার পর থেকেই দীপঙ্কর রায়ের মা এবং দীপঙ্কর রায় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণে বিষয়টি এখনো কোনো সমাধান হয়নি বলে জানা যায়।
এ বিষয়ে ওয়ার্ড ইউপি সদস্য মো: মামিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খবর পেয়ে দীপঙ্করের বাসায় গিয়েছিলাম অনশনে থাকা তরুণীর সাথে কথা হয়,কিন্তু দীপঙ্করের পরিবারের সাথে কোন কথা হয়নি, দীপঙ্করের মায়ের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন তিনি নাকি রংপুরে।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, এ বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.