নিজস্ব প্রতিবেদক
আশরাফুল আলম সরকার
গাজীপুরের কাপাসিয়া উপজেলা টোক ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রশিদকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লাহ, সিনিয়র যুগ্নআহবায়ক ইয়াসির আকরাম পলাশ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারীর স্বাক্ষরিত নির্দেশক্রমে আব্দুর রশিদকে ইউনিয়ন যুবদলের আহবায়ক ও দলের প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হল। এ আদেশ এখন থেকেই কার্যকর।
গত ২৮ জুন আব্দুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল গাজীপুর জেলা যুবদল। নোটিশে উল্লেখ ছিল, আপনি কাপাসিয়া উপজেলাস্থ টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ জেলা যুবদলের দৃষ্টিগোচর হয়েছে। যা শাস্তিযোগ্য অপরাধ।
এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী পাঁচ দিনের মধ্যে জেলা যুবদলের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
পরিপ্রেক্ষিতে শুক্রবার তাকে বহিষ্কার করা হয়। ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পতনের পর এতোটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে উপজেলা বাসীর মূর্তিমান আতঙ্ক রশিদ। তার বিরুদ্ধে চাঁদাসহ বিভিন্ন দখলবাজির গুরুতর অভিযোগ রয়েছে।
উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু সময়বেলা কে বলেন, শুনেছি রশিদকে বহিষ্কার করা হয়েছে। তবে এখনো চিঠি হাতে পাইনি।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.