লন্ডন, যুক্তরাজ্য: লন্ডন রিজিয়ন ২০২৫ সালের জন্য বাংলাদেশ-ব্রিটিশ কমিউনিটি কাউন্সিলের (BBCC) নির্বাহী কমিটির মনোনীত সদস্যদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এই মনোনয়ন তালিকায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও পরিচিত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচিত নির্বাহী সদস্যদের নাম ও পদবিগুলো নিচে তুলে ধরা হলো: সভাপতি মোনির আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি শামসুল আরেফিন, সহ-সভাপতি গুলজার খান, সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক তুফাজ্জল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ঝিলাম, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম খান, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ নজমুল হক বিশাল, সদস্য সচিবব শোয়েব কবির, আয়োজক সচিব আলী হোসেন, অফিস সচিব হাফসা ইসলাম, প্রেস সচিব মোহাম্মদ আবদুল্লাহ, ক্রীড়া সম্পাদক আব্দুল আনোয়ার খান, নির্বাহী সদস্য খাইরুল ইসলাম ওহানী, নির্বাহী সদস্য সায়েদুল ইসলাম হালদার, নির্বাহী সদস্য আসওয়ার আলী।
এই মনোনয়ন তালিকা যাচাই করেছেন দেওয়ান মেহদি (পরিচালক জেনারেল), এবং অনুমোদন দিয়েছেন রফিক এম হায়দার (সভাপতি) এবং মোনির আহমেদ (সভাপতি, লন্ডন রিজিয়ন)।
যোগাযোগ:
ঠিকানা: Business Development Centre, Unit 16, 7-15 Greatorex, London E1 5NF
ইমেইল: info@bbcc.org.uk
ওয়েবসাইট: www.bbcc.org.uk
ফোন: 020 724 5525
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.