শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ
এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের প্রতিবাদে শ্রীপুরের মাওনায় বিক্ষোভ মিছিল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের প্রতিবাদে শ্রীপুরের মাওনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। আজ বুধবার সকাল শহরের মাওনায় এই কর্মসূচি পালিত হয়।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক মেজর অবঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর দিকনির্দেশনায়, শ্রীপুর উপজেলা এনসিপি নেতা আবু রায়হান মিসবাহ এর সভাপতিত্বে ও এনসিপির নেত্রী আল্পনা আক্তার ছোঁয়ার সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা মামুন হাসান, আদনান সাকিব, আশরাফুল ইসলাম, আসিক, কফিল উদ্দিন, কারী মাছুম, সুমন সহ স্থানীয় নেতাকর্মীরা।
উপজেলা এনসিপি নেতা আবু রায়হান মিসবাহ বলেন ‘গত কয়েকদিন আগে আমাদের অফিসের নিচে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তখন আমরা বিষয়টি গুরুত্ব দিইনি। কিন্তু গত পড়শু যখন দলের সদস্যসচিবের ওপর ককটেল নিক্ষেপ করা হলো, তখন আর চুপ করে থাকার অবস্থা থাকে না। ভয় দেখিয়ে এনসিপিকে আটকানো যাবে না। দেশের গুণগত পরিবর্তনের লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে কাজ করে যাব।’
মাওনা চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ শেষে শহরের বিভিন্ন রোডে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাওনা ফ্লাইওভার এর নিচে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.