খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি;
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার বড় কালিয়া গ্রামের বাসিন্দা জাফর মুন্সি (৭০) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি বালুবোঝাই ট্রলি কালিয়ার দিকে যাচ্ছিল। পথে তালবাড়িয়া মৌলভী মোড় এলাকায় পৌঁছালে বড়দিয়া গামী একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাফর মুন্সি ও মর্জিনা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন জানান, ট্রলি ও ইজিবাইকটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.