মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু তোলায় চারজনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে থানায় চুনতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিছ বাদী হয়ে মামলা দুটি করেন।
আসামিরা হলেন, উপজেলার পুটিবিলা ইউপির সাতগড়িয়া পাড়ার মৃত সোলতান আহমদের ছেলে মোহাম্মদ ইউছুফ ওরফে গলা ফুলা ইউছুফ; একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবু মিয়ার ছেলে নুরুল আলম জিকু; জীবন মহুরী পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ হাসান ও মৃত খুলু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ও ১৩ অক্টোবর পুটিবিলা নতুনপাড়া কেইচ্ছার জুরা এবং বড়ুয়া পাড়া নাগকাটার ঘাটা এলাকায় পৃথক দুটি অভিযানে জব্দ করা হয় অবৈধভাবে তোলা ৫ হাজার করে ১০ হাজার ঘনফুট বালু। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে জড়িতদের শনাক্ত করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে থানায় দুটি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.