মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৫ সোমবার , ১১ পদাতিক ডিভিশনের সিরাজগঞ্জে নিয়োজিত আর্মি ইউনিট এবং ফিল্ড এম্বুলেন্স কর্তৃক কাজীপুরের স্বনামধন্য মনসুর আলী কলেজে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে নাক চোখ গলা,গাইনি, শৈল এবং মেডিসিন বিশেষজ্ঞ সেনাবাহিনী ডাক্তারগণ সাধারণ দুঃস্থ দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করেন। উক্ত ক্যাম্পেইনে আনুমানিক ১৪৯৩ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। গত ২৫ মে থেকে এই মেডিকেল ক্যাম্পেইনের প্রস্তুতি গ্রহণ করে সিরাজগঞ্জে নিয়োজিত আর্মি ক্যাম্প। এই ব্যাপারে অধিনায়ক বলেন, সিরাজগঞ্জের প্রত্যেকটি উপজেলাতে ভবিষ্যতে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে। এতে প্রতীয়মান হয় যে সিরাজগঞ্জের সাধারণ মানুষের সাথে সেনাবাহিনীর কার্যক্রম ওতপ্রত ভাবে জড়িত। গত বছরের জুলাই মাস থেকে অদ্যাবধি সিরাজগঞ্জে ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনী ক্যাম্প জেলা প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় নিয়োজিত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.