কামাল উদ্দিন
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের সীমান্ত পয়েন্ট দিয়ে আবারও নারী, শিশুসহ ২১ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের ঘটনা ঘটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ সকালে তাদেরকে হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকা থেকে আটক করে দুপুরে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, আটক ২১ জনই বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে দুইজন পুরুষ, ৬ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।
বিজিবি সূত্র আরো জানিয়েছে, সকালে সদর উপজেলার
জয়ধরভাঙা বর্ডার আউট পোস্টের (বিওপি) আওতাধীন হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় সীমান্ত পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব পিলার হতে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দলগতভাবে ঘুরাঘুরির সময় সেখান থেকে তাদের আটক করে বিজিবি নীলফামারীর ৫৬ টহলদল। বিজিবির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, ইতোমধ্যে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফের কাছে অবৈধভাবে পুশইনের বিষয়ে জানতে চাইলে বরাবরের মতোই পুশইনের অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ।
আটককৃতরা প্রথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিলো তারা। গত ২১ মে তাদেরকে গুজরাট এলাকা হতে আটক করে ভারতীয় পুলিশ। পরে বিমানযোগে কলকাতা নিয়ে আসে এবং পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প গেট দিয়ে বাংলাদেশে পুশইন করে।
আটককৃতদের পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হলে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এস এম সোহরাওয়ার্দী জানিয়েছেন এব্যাপারে পরবর্তি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে, গত ১৭ মে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকা থেকে ১১ জনকে আটক করে বিজিবি। তাদেরকেও পুশইন করে বিএসএফ।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.