নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ থানাধীন দেউর মৌজায় সরকারি খাল দখল করে নির্মাণ করা হচ্ছে একটি ১০ তলা বিশিষ্ট বহুতল ভবন। খালটি স্থানীয় বাসিন্দাদের জন্য বৃষ্টির পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হলেও, এখন সেটি একটি প্রভাবশালী গোষ্ঠীর দখলে চলে গেছে। ভবন নির্মাণ কাজ চলমান থাকায় আশেপাশের এলাকাগুলোতে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানাভোলা, বামনারটেক, নয়ানগর এবং ধরঙ্গারটেক এলাকার কয়েক হাজার বাসিন্দা দীর্ঘদিন ধরে খালটির ওপর নির্ভর করে আসছিলেন। এ খাল দিয়েই তাদের এলাকার বৃষ্টির পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কার্যকর ছিল। তবে সম্প্রতি একটি প্রভাবশালী মহল খাল দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ শুরু করে। অভিযোগ রয়েছে, এই গোষ্ঠী বিএনপির নাম ভাঙিয়ে দখল কার্যক্রম চালাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, যে খালের জায়গায় এই ভবন নির্মাণ হচ্ছে, সেটি ঢাকা জেলার তুরাগ থানাধীন দেউর মৌজার সিএস দাগ নম্বর ৬৭৪-এ অবস্থিত। নির্মাণাধীন ভবনটির সঙ্গে জড়িত রয়েছে আব্দুল রহমান, নুরুল ইসলাম, জি এম শরিফুল ইসলামসহ মোট ৭২ জন অংশীদার। এই অংশীদাররা খাল দখল করে সেখানে বহুতল ভবন তৈরির সিদ্ধান্ত নেন এবং দ্রুত নির্মাণ কাজ শুরু করে দেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাগর বলেন, “আমরা বহু বছর ধরে এ খাল ব্যবহার করে আসছি। এটি বন্ধ হয়ে গেলে বর্ষার সময় আমাদের এলাকা পানিতে ডুবে যাবে। কেউ স্কুল-কলেজ, অফিস যেতে পারবে না। এখনই পানি জমতে শুরু করেছে। তাই আমরা এলাকাবাসীর আজ একত্রিত হয়ে এর প্রতিবাদ করছি তারা যেন দ্রুত সময়ে পানি না মার একমাত্র কালকে ছেড়ে দিয়ে তারপর বাড়ি নির্মাণ করে। অবিলম্বে এই খাল উদ্ধার না করলে রাজধানীর তুরাগবাসি আরও একটি গুরুত্বপূর্ণ অংশ চরম দুর্ভোগে পড়বে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.