মোফাজ্জল হোসেন শ্রীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এবং লাল সবুজ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদ-এর প্রতিষ্ঠাতা সভাপতি এ এম স্বপন মাহমুদ একের পর এক মানবিক ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় প্রশংসা কুড়াচ্ছেন। একই সঙ্গে তিনি জাতীয় দৈনিক শিরোমণি-এর গাজীপুর জেলা, থানা ও উপজেলা প্রতিনিধিদের সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি বাপ্তা গ্রামের কৃতি সন্তান ও লাল সবুজ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত দাতা সদস্য জনাব মোঃ ওবায়দুল ইসলাম স্থানীয় খেলোয়াড় ও ছাত্র-যুবকদের মাঝে দুটি ফুটবল উপহার দেন। এই উপহার শুধুই একটি খেলার উপকরণ নয়, বরং বর্তমান সময়ের মোবাইল গেম, টিকটকসহ নানা আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে একটি কার্যকরী পদক্ষেপ।
এই প্রসঙ্গে এ এম স্বপন মাহমুদ বলেন, "আমাদের এই সংগঠন বাপ্তা গ্রামে একটি প্রদীপের মতো জ্বলবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের গ্রামের তরুণরা যেন মাদক, ধূমপান ও অন্যসব নেতিবাচক কাজ থেকে দূরে থেকে একটি সুন্দর ও সুশৃঙ্খল জীবনের পথে হাঁটে। এই সংগঠন তারই একটি বাস্তব উদাহরণ।"
এ উদ্যোগের মাধ্যমে শ্রীপুরের বাপ্তা গ্রামে এক নতুন প্রজন্ম গড়ে উঠছে, যারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.