মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক মেধাবী ও তুখার শিক্ষার্থী মোঃ শাহরিয়ার রহমান সাম্য ঢাকায় দুর্বৃত্ত সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সে মৃত্যুবরণ করেছে। শাহরিয়ার রহমান সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
মঙ্গলবার ১৩ ই মে দিবাগত রাত বারোটার দিকে রক্তাক্ত অবস্থায় শাহরিয়ার রহমান সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাম্য। থাকতেন এফ রহমান হলের ২২২ নম্বর রুমে। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া
উপজেলায়। তার অকাল মৃত্যুতে উল্লাপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।শাহরিয়ার রহমান সাম্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এদিকে সাম্য নিহত হওয়ার খবর ছড়িয়ে পরলে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা সাম্য হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল বের করে। তারা অতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসী দাবী করেন।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.