মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের অন্তর্গত বাতিয়া গ্রামের প্রান্তিক কৃষকেরা ইরি ধান প্রকল্পে চরম অনিয়ম ও শোষণের প্রতিবাদে সোমবার এক গণমিছিল আয়োজন করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরি ধান চাষের প্রকল্পে অন্যান্য এলাকার মতো নগদ টাকার বিনিময়ে সেচ সুবিধা দেওয়ার কথা থাকলেও, বাতিয়া গ্রামের সেচ পাম্প মালিকরা কৃষকদের উৎপাদিত ফসলের চার ভাগের এক ভাগ দিয়ে থাকে। বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে কৃষি সম্প্রসারণ অফিসার জেরিন আহমেদ কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাতিয়া গ্রামের ইউপি সদস্য, তিনি বলেন, আমাদের গরীব কৃষকদের ঘরে ভাত নেই, অথচ উৎপাদনের চার ভাগের এক ভাগ পাই আমরা। এটা কোনো ন্যায়বিচার নয়। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই, সরকারি নিয়ম অনুযায়ী এই অনিয়মের অবসান ঘটানো হোক এবং কৃষক যেন তার ন্যায্য অধিকার পায়। বিক্ষুব্ধ কৃষকরা দাবি করেন, নির্ধারিত সরকারি রেটের চেয়ে বেশি শর্ত আরোপ করে তাদের ফসলের মূল্য বঞ্চিত করা হচ্ছে। তারা চান সেচ পাম্প মালিকদের বাধ্য করা হোক সঠিকভাবে সেচ সুবিধা নিশ্চিত করতে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.