মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো কলেজ ছাত্রীর। গত ০৪/০৫/২০২৫ ইং তারিখ রবিবার বিকেলে অটোভ্যান উল্টে ইসরাত জাহান (১৮) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়। ইসরাত জাহান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গুয়াগাঁতী গ্রামের আসলাম উদ্দিনের মেয়ে। আসলাম উদ্দিন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক। ইসরাত জাহান উপজেলার হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ থেকে অটোভ্যান যোগে রবিবার বিকেলে ইসরাতসহ আরো ৩ জন বাড়ি ফিরেছিলেন। ঐই বাড়ি ফেরাপথে বগুড়া-পাবনা মহাসড়কের উল্লাপাড়া বোয়ালিয়া কবরস্থানের পাশে ভ্যানটি উল্টে যায়। ভ্যানে থাকা ইসরাত গুরুতর আহত হয়। আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রাতে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
ইসরাত জাহান এর মৃত্যু তে হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি সহ উল্লাপাড়া উপজেলা কমিটির সদস্যরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ইশরাত জাহান স্কুল ও কলেজে রোভার স্কাউটস দলের সক্রিয় সদস্য ছিলো। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইশরাত অত্যন্ত মেধাবী ও ভদ্র ছিল। কলেজে তার বেশ সুনাম ছিল। এরপর ০৫/০৫/২০২৫ ইং তারিখ সোমবার তার মৃত্যু সংবাদ কলেজে পৌছালে সকল শিক্ষক ও ছাএ-ছাত্রীদের মধ্য শোকের ছায়া নেমে আসে। তিনি আরো জানান আগামী মঙ্গলবার ০৬/০৫/২০২৫ ইং কলেজ প্রাঙ্গণে শোকসভার আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.