মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে পৌর ছাত্রদল।
বৃহস্পতিবার ( ১ মে ) দুপুর ২টার দিকে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণশ্রমিকসহ সাধারণ শ্রমজীবীদের হাতে পানি ও স্যালাইনের প্যাকেট তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রচণ্ড রোদ ও গরমে শ্রমিকদের স্বস্তি দিতে এ উদ্যোগ নেয় দলটি। শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও সহমর্মিতার নিদর্শন হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
ড. এম এ মুহিতের নির্দেশনা অনুযায়ী এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিব আল হাসান রকির নেতৃত্বে আয়োজিত হয় এই মানবিক কার্যক্রমের।
রাকিব আল হাসান রকি পৌর ছাত্রদলের সদস্য সচিব বলেন, শ্রমিকরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। মহান মে দিবসে আমরা তাদের পাশে দাঁড়াতে চেয়েছি, এটিই আমাদের মূল উদ্দেশ্য। তাদের সঙ্গে এই দিনটি উদযাপন করে আমরা গর্ব অনুভব করেছি। এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক বাচ্চু, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো : ইমন হোসেন, শাকিল, মহান, আরিফ ইসলাম, বরাত, জয় সহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মো: ইমন হোসেন বলেন ,
শ্রমজীবী মানুষের এই পরিশ্রমের কষ্ট আমরা উপলব্ধি করি। তাই তাদের পাশে থেকে দিনটি উদযাপন করতে পেরে আমরা গর্বিত। ছাত্রদলের এই উদ্যোগ কে স্থানীয়ভাবে সাধুবাদ জানিয়েছেন অনেক সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ । দিনব্যাপী কর্মসূচিতে শতাধিক শ্রমিক উপকৃত হন। এ সময় শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মো: ইমন হোসেন আরো বলেন আমরা উপজেলা ছাত্রদল সর্বোপরি অসহায় ও সাধারণ মানুষের পাশে আছি।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.