অভিমান
মোঃ রিয়াকুল হাসান সিরাজী (রনজু)
তোমায় ঘিরে গাঁথি যত মালা
রচি আমি যত গান
সবি কিগো বলো হয়ে যাবে ভুল
সবি হবে ব্যথা-ম্লান ?
যত মালা গাঁথি যত গান রচি
যেন হয়ে যায় ভুল,
মালা ছিঁড়ে গেছে সুর গেছে কেটে
কোথা পাই না'ক কুল।
সুর-হারা আমি বাধ ভাঙ্গা পাখি
কেমনে যাব ফিরে,
তুমি যে আমার ভেঙ্গে গেছো নীড়
ভাবি বসে আঁখি জলে,
তুমি আসবেনা কভু, জানি আমি
মালাটি দিবে না গলে,
অভাগার এই বেদনার বাণী
রাখি তবে হৃদি-তলে ।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.