মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উল্লাপাড়া পৌর শহরের মেজবান রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। প্রধান অতিথির বক্তব্যে খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন, চাঁদাবাজি অত্যন্ত নিকৃষ্টতম একটি কাজ। এর চেয়ে ভিক্ষাবৃত্তি অনেক ভালো। তাই যারা চাঁদাবাজি করেন তারা চাঁদাবাজি ছেড়ে ভিক্ষা করুন। তিনি শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা মনে রাখবেন, শ্রমিকদের নাম করে চাঁদা উঠিয়ে যা ইচ্ছে করবেন, তা কিন্তু মেনে নেয়া হবে না। আমরা চাঁদাবাজিকে কখনোই প্রশ্রয় দিবো না। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরাঞ্চলের আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিটুল, সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি এম, এ ওহাব, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিকের সভাপতি সুলতান মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.