শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার জৈনা বাজার এলাকায় তানজিলা আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
তানজিলা আক্তার (২১) ছিলেন উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের শরাফত আলীর মেয়ে। তিনি স্থানীয় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গত ১২ এপ্রিল সেই ভাড়া বাসা থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত্যুর আগে তানজিলা একটি চিরকুটে সোহাগ ওরফে মাসুদ নামের এক যুবকের নাম উল্লেখ করেন। পরিবার দাবি করছে, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
সংবাদ সম্মেলনে তানজিলার স্বজনরা জানান, মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন, ঝুলন্ত অবস্থায় নয়। এতে ঘটনাটি নিয়ে প্রশ্ন ওঠে। তারা আরও অভিযোগ করেন, পুলিশ ও বাড়ির মালিক রহস্যজনকভাবে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন এবং কোন পরিষ্কার তথ্য দিচ্ছেন না।
তারা অভিযোগ করেন, ঘটনার পর অনেক দিন পার হলেও মৃত্যুর সঠিক কারণ উদঘাটিত হয়নি এবং মামলার অগ্রগতিও সন্তোষজনক নয়। তারা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.