কবির আকন্দ(শ্রীপুর প্রতিনিধি):
১৯ এপ্রিল ২০২৫ শনিবার গাজীপুরের শ্রীপুর কাঁচা বাজারে সরজমিনে গিয়ে দেখা গেল কাঁচামালের ব্যবসায়ীরা শ্রীপুর পৌর প্রশাসকের আদেশ মানছে না। গত ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শ্রীপুর পৌরসভার দায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসক ও শ্রীপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার,জনাব ব্যারিস্টার সজীব আহমেদ একটি ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে শ্রীপুর কাঁচা বাজারের কাঁচামালের ব্যবসায়ীদেরকে বাজারের বিভিন্ন রাস্তা ও জায়গা থেকে শ্রীপুর পৌরসভা কর্তৃক নির্মিত কয়েকটি সেডে তাদেরকে বসিয়ে দিয়ে যান এবং তিনি ঘোষণা দিয়ে যান যে সেডের বাইরে কেউ কাঁচামাল বিক্রি করতে পারবেন
না।কিন্তু আজ শনিবার বাজারের দিন হওয়ায় অনেক ব্যবসায়ী অধিক মুনাফার লোভে সেডের বিট থেকে নেমে গিয়ে বাজারের বিভিন্ন রাস্তায় ও গরু হাটে দোকান বসিয়েছে।শ্রীপুর পৌর প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার,জনাব ব্যারিস্টার সজীব আহমেদের আদেশ অমান্যকারীরা হলেন-হোসেন আলী,বেনজির আহমেদ,হাবিব উদ্দিন(হাবি),খোরশেদ আলম,বুলেট, মফিজ উদ্দিন, আকরাম হোসেন,ফরিদ মিয়া,লিমন মিয়া, নাজমুল হোসেন, মজিবর রহমান ও ইব্রাহিম।
অপরদিকে যারা পৌর প্রশাসকের আদেশ মান্য করতেছেন তারা হলেন-আলমগীর হোসেন, আবুল কাশেম, মোঃ আসাদ মিয়া, নেওয়াজ উদ্দিন, লোকমান হোসেন, দুলাল মিয়া ও রুবেল। যারা শ্রীপুর পৌর প্রশাসকের আদেশ মান্য করতেছেন তারা আমাকে বলেন সেডে সবাই অবস্থান না করায় ক্রেতারা তাদের দোকানে কাঁচামাল কিনতে আসতেছে না। তারা একেক জনে সারা দিনে ২০০ টাকার কাঁচামালও বিক্রি করতে পারে নাই। তাদের কোনো কোনো কাঁচামাল বিক্রি করতে না পরায় সে গুলো পঁচে যাচ্ছে।তাদের বক্তব্য রেকড করা হলে তারা বলেন-আমারা কি অপরাধ করেছি?আমরা শ্রীপুর পৌর প্রশাসকের আদেশ মানতে যেয়ে ব্যবসায় লোকসানে পড়েছি।আমরা আমাদের মহাজনের মালের টাকা কেমন করে শোধ করবো? আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে কিভাবে খেয়ে পড়ে বাঁচবো?
এভাবেই আমি শুনতে পেলাম কয়েকজন কাঁচামালের ব্যবসায়ীর হাহাকার!
সম্পাদক ও প্রকাশক:মোঃ খলিলুর রহমান নির্বাহী সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন
Copyright © 2025 দৈনিক সময়বেলা. All rights reserved.